Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


দেশে ২৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

Main Image

দেশে ২৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে


দেশে গত একদিনে নতুন করে ২৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।

এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২১৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫১ জন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪১ জন।

শনিবার (২৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯৬৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৪৪ জন। এতে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি থাকা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১১১ জনে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন নয় হাজার ৫৬৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আট হাজার ৪১৫ জন।

এর আগে গতকাল (শুক্রবার) ১৮৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। সে হিসেবে গতকালের তুলনায় আজ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে ৮১ জন।

আরও পড়ুন