Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


দক্ষিণ আফ্রিকায় করোনায় ৩ বাংলাদেশির মৃত্যু

Main Image

করোনায় দক্ষিণ আফ্রিকায় প্রায় দেড়শ বাংলাদেশির মৃত্যু


করোনায় দক্ষিণ আফ্রিকায় একদিনে আরও তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রায় দেড়শ বাংলাদেশির মৃত্যু হলো।

ওই তিন বাংলাদেশি ২৫ আগস্ট মারা যান। মারা যাওয়াদের একজন আব্দুস সামাদ। দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের ওলমারানস্ট্যাড এলাকায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজগ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ওলমারানস্ট্যার্ড এলাকায় দোকান দিয়ে ব্যবসা করে আসছিলেন। তাকে প্রবাসীদের অংশগ্রহণে মুসলিম কমিউনিটি সহযোগিতায় স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।

নিহত আরেকজনের নাম নাসির উদ্দিন। তিনি দেশটির আপিংটন নামক এলাকায় হাসপাতালে মারা যান। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে। বুধবার বিকালে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

মারা যাওয়া অন্যজনের নাম রিয়াজ উদ্দীন। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবানে করোনা চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দক্ষিণ আফ্রিকায় করোনায় প্রায় দেড়শ বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৮০ হাজার ৯শ ৮৫ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষ।

আরও পড়ুন