Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫


কুষ্টিয়া হাসপাতালে মৃত্যু ৯, শনাক্ত ৫০

Main Image

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু


কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনায় ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ শনিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, গত একদিনে জেলায় ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৫০ জন করোনা শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৯ দশমিক ৮ শতাংশ।

আবদুল মোমেন বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে করোনায় আক্রান্ত ১০৯ জন এবং উপসর্গে ৩৭ জন ভর্তি রয়েছেন। এতে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪৬ জন।

আরও পড়ুন