Advertisement
Doctor TV

শনিবার, ১০ মে, ২০২৫


বিশ্বে করোনায় মৃত্যু ৪৪ লাখ ছাড়িয়েছে

Main Image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১০ হাজার ৮৭৬ জনের মৃত্যু হয়েছে


ওয়াল্ডওমিটারের তথ্যানযায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৭৬ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছে ৭ লাখ ২০ হাজার ৫৫৯ জন।  

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৪৪ লাখ ১৬ হাজার ২২৮ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৭৯ লাখ ৭ হাজার ৭২৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৮৭ লাখ ৩৫ হাজার ১০৪ জন।

 এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিশ্বে করোনায় মারা গেছেন ১০ হাজার ৪৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯২ হাজার ৮৮৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৭৮৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৩ হাজার ১১২ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ২১০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৬২২ জনের।

আরও পড়ুন