Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫


কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪ শনাক্ত ১৮.৯০ শতাংশ

Main Image

পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯০ শতাংশ


গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের প্রাণ হারিয়েছে কুষ্টিয়ায় জেলায়। একই সময়ে ২৯১টি নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৯০ শতাংশ।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়েছে। করোনায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০-শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।'

'একই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ২০১ জন,' যোগ করেন তিনি।

তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১৮৮ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৭৩ জন।

আরও পড়ুন