Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


হাসপাতালে আরও ১৯৮ ডেঙ্গু রোগী

Main Image

বর্তমানে মোট রোগীর সংখ্যা এক হাজার ৪৯ জন


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৮৯ জন এবং অন্যান্য জেলার ৯ জন।

রোববার (১৫ আগস্ট) বিকেলে ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা এক হাজার ৪৯ জন।

এর আগে গতকাল শনিবার (১৪ আগস্ট) দেশে ২৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়াও গত শুক্রবার ২১১ জন, বৃহস্পতিবার ২৪২ জন, বুধবার ২১৩ জন, মঙ্গলবার ২২৬ জন, সোমবার ২১০ জন ও রোববার ২২৪ জন হাসপাতালে ভর্তি হন।

এবছর ২ আগস্ট সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে মোট রোগী ভর্তি হয়েছেন ছয় হাজার ১০০ জন। এ সময়ে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ২৬ জন।

আরও পড়ুন