Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


চট্টগ্রামে একদিনে করোনায় ১৩ জনের মৃত্যু

Main Image

চট্টগ্রামে এ পর্যন্ত ১ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে


চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫০৭ জন রোগী।

সোমবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

আগের দিন রোববার করোনায় ১৫ জনের মৃত্যু হয়। রোগী শনাক্ত হয়েছিল ৯৩৩ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পাঁচজন নগরীর বাসিন্দা। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৭২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৬২৬ জন নগরীর বাসিন্দা। অন্যরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১০টি ল্যাবে দুই হাজার ৩৭১ জনের নমুনা পরীক্ষা করে ৫০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ০৩ শতাংশ।

দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর এ পর্যন্ত চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন ৯১ হাজার ২৮ জন। শনাক্তেদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৭ হাজার ২৬৮ জন। বাকিরা জেলার উপজেলাগুলোর বাসিন্দা।

 

আরও পড়ুন