Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


সাত রোগী শনাক্তের পর কোটি শহরবাসীর নমুনা পরীক্ষার সিদ্ধান্ত!

Main Image

বিশ্বে উহানেই প্রথম ২০১৯ সালের শেষ দিকে করোনার প্রাদুর্ভাব ঘটে। কর্তৃপক্ষ সফলভাবে ওই সময় করোনা নিয়ন্ত্রণ করে।


মাত্র সাতজনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়ার পর চীনের উহান শহরের সকল বাসিন্দার নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শহর কর্তৃপক্ষ মঙ্গলবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে। খবর: বাসস।

উহানের সিনিয়র কর্মকর্তা লি তাও এক সংবাদ সম্মেলনে বলেন, শহরটির এক কোটি ১০ লাখ লোকের সবার দ্রুতই করোনা পরীক্ষা করানো হবে।  

এ ঘোষণার একদিন আগে এই শহরে সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়।

বিশ্বে উহানেই প্রথম ২০১৯ সালের শেষ দিকে করোনার প্রাদুর্ভাব ঘটে। কর্তৃপক্ষ সফলভাবে ওই সময় করোনা নিয়ন্ত্রণ করে।

সম্প্রতি করোনার অতি সংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে চীনের কয়েকটি প্রদেশে করোনা সংক্রমণ আবার বাড়তে থাকায় নমুনা পরীক্ষা বাড়ানো ও বিধিনিষেধ আরোপসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশটি।

আরও পড়ুন