Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


৪২তম বিসিএস মৌখিক পরীক্ষার নতুন সূচি

Main Image

৪২তম বিসিএস মৌখিক পরীক্ষা ১২ পরিবর্তে ২ টায়


২০২০ সালের ৪২তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা দুপুর ১২ টার পরিবর্তে ২ টায় অনুষ্টিত হবে। বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক নূর মোহাম্মাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিত পরীক্ষার প্রথম পর্ব সকাল ১০টা এবং দ্বিতীয় পর্ব দুপুর ২ টায় অনুষ্টিত হবে। করোনাভাইরাস পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে দুপুর ১২ টার পরিবর্তে ২ টায় নির্ধানণ করা হয়েছে। 

করোনা মোকাবিলায় দেশে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম (বিশেষ) বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ২৬ ফেব্রুয়ারি এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করা হয়।

এতে ৬ হাজার ২২ জন উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে মৌখিক পরীক্ষা শুরু হলেও করোনার কারণে দুবার স্থগিত করে পিএসসি। এর মধ্যেই ৩ হাজার ৩০২ প্রার্থীর মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয়। বাকি ২ হাজার ৭২০ প্রার্থীর পরীক্ষা ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে।

 

আরও পড়ুন