Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


করোনায় মারা গেলেন টাঙ্গাইলের ডা. জাকিয়া রশীদ

Main Image

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ছিলেন ডা. জাকিয়া রশীদ শাফী


টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডা. জাকিয়া রশীদ শাফী (৪৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএ্ইচ) মারা যান তিনি। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জাকিয়া রশীদ শাফীর স্বামী মিজানুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের ব্রিগেডিয়ার। তিনি ঢাকা সিএমএইচএ কর্মরত।

গত সপ্তাহে তিনি করোনা আক্রান্ত হন। এরপর তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রোববার (১ আগস্ট) তাকে লাইফ সার্পোট (ভেন্টিলেশন) দেয়া হয়। সোমবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি মারা যান। তার মৃত্যুতে টাঙ্গাইলের চিকিৎসকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন