Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


মাসে ১ কোটি টিকা দেয়ার পরিকল্পনা স্বাস্থ্য অধিদপ্তরের

Main Image

প্রতিমাসে এক কোটিরও বেশি টিকা প্রয়োগের পরিকল্পনা স্বাস্থ্য অধিদফতরের, ফাইল ছবি


করোনাভাইরাস প্রতিরোধে প্রতিমাসে এক কোটিরও বেশি টিকা প্রয়োগের পরিকল্পনা করেছে স্বাস্থ্য অধিদফতর।  শুক্রবার (৩০ জুলাই) প্রতিষ্ঠানটির মহাপরিচালক এ বি এম খুরশিদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠী সবাইকে দ্রুত টিকার আওতায় আনতে হলে অবশ্যই পরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি।  তবে এ পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করবে সরকারের উদ্যোগ ও টিকার যোগান সক্ষমতার উপর।

ইউনিয়ন পর্যায়ে টিকা প্রয়োগ সম্পের্কে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, এ উদ্যোগটি বাস্তবায়নে সারাদেশে বিভিন্ন ইউনিট করে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলছে।  আগামী ৬ আগস্ট পর্যন্ত চলবে  প্রশিক্ষণ।  ওইদিন সংবাদ সম্মেলন করে ইউনিয়ন পর্যায়ে করোনা টিকাদান কর্মসূচির বিস্তারিত জানাবেন  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকাদানে কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  একত্রে অনেক লোক টিকার জন্য আসার কারণে কিছুটা বিশৃঙ্খলা হতেই পারে।  এটি সামাল দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তা চাওয়া হয়েছে।

আরও পড়ুন