Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


খুলনা বিভাগে আরও ৪৫ জনের মৃত্যু

Main Image

একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জন


গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

একই সময়ে বিভাগটিতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ১১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ১৯৭ জন, বাগেরহাটে মারা গেছেন ২ জন, আক্রান্ত হয়েছেন ১১৫ জন, সাতক্ষীরায় মারা গেছেন ১ জন, আক্রান্ত হয়েছেন  ৬১ জন।

যশোরে মারা গেছেন ৬ জন, আক্রান্ত হয়েছেন ১৩৬ জন, নড়াইলে মারা গেছেন ১ জন, আক্রান্ত হয়েছেন ৩৪ জন, মাগুরায় মারা গেছেন ৩ জন, করোনা শনাক্ত হয়েছে ৭৪ জনের, ঝিনাইদহে মৃত্যু ২ ও আক্রান্ত ২৭৯ জন, কুষ্টিয়ায় সর্বোচ্চ মৃত্যু ১৫ ও আক্রান্ত ২৬০ জন, চুয়াডাঙ্গায় মৃত্যু ১ ও আক্রান্ত ৬৯ জন এবং মেহেরপুরে মৃত্যু ৩ ও আক্রান্ত হয়েছেন ৫৩ জন।

আরও পড়ুন