Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫


ফরিদপুরে করোনা ওয়ার্ডে ২১ জনের মৃত্যু

Main Image

ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে ২১ জনের মৃত্যূ


ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) বিশেষয়িত করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৬ জন করোনা পজিটিভ ছিল।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালের পরিচালক ডা: মো: সাইফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদের মধ্যে ফরিদপুর ছাড়াও আশপাশের জেলার রোগী ছিল।

মৃত্যদের মধ্যে ১৬ জন করোনা পজিটিভ ছিলেন। ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত ২১ জনের মধ্যে ৫ জন ফরিদপুরের। এদের চারজন করোনা আক্রান্ত ছিলেন। অন্যজন উপসর্গ নিয়ে ভর্তি হন।

এদিকে ফরিদপুরর সিভিল সার্জন ডা: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৯৬০ জনের নমুনা পরীক্ষার করে শনাক্ত হয়েছে ৩০৫ জন। করোনার বিধিবিধান না মানার কারণেই ফরিদপুর বেড়ে চলেছে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্য। শনাক্তের হার ৩১ দশমিক ৭৩ শতাংশ।

বর্তমানে ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে ৪০৬ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৪ জন। হাসপাতালে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা।

ফরিদপুরে এ পর্যন্ত ১৫ হাজার ৬৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সরকারি হিসেবে এ পর্যন্ত ৩০৯ জনের মৃত্যু হয়েছে।

 

আরও পড়ুন