Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


পক্ষাঘাতগ্রস্তের হয়ে কথা বলবে যন্ত্র

Main Image

আগামী দিনে আরও সহজে এবং আরও জটিল কথাও এই যন্ত্রের মাধ্যমে বোঝা যাবে বলে আশা করছেন গবেষকরা।


পক্ষাঘাতে আক্রান্ত হয়ে কথা বলার ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন এমন মানুষদের হয়ে কথা বলবে যন্ত্র। বোঝা যাবে তাদের মনের সম্পূর্ণ ভাব।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিদ্যা বিভাগের গবেষকেরা এমনই এক যন্ত্র তৈরি করেছেন।

গবেষণার বরাত দিয়ে আনন্দবাজার জানায়, এই যন্ত্র মস্তিষ্কের তরঙ্গকে পুরোপুরি সংগ্রহ করতে পারবে এবং তাকে গোটা বাক্যের আকার দিয়ে কম্পিউটারের মাধ্যমে পৌঁছে দিতে পারবে অন্য মানুষের কাছে।

গবেষক দলের প্রধান অ্যাডওয়ার্ড চ্যাং বলেন, ‘এই যন্ত্র তৈরির একেবারে শুরুর দিকে রয়েছি আমরা। তাতেই ভালো ফল পাওয়া যাচ্ছে।’

তিনি বলেন, ‘আগামী দিনে এর মাধ্যমে অনেক সহজে মনের ভাব প্রকাশ করা যাবে। যারা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে কথা বলার ক্ষমতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন, এই যন্ত্র তাদের মনের ভাব সহজে প্রকাশ করার সুযোগ দেবে।’

নতুন এই যন্ত্রের মাধ্যমে পক্ষাঘাতে আক্রান্ত ব্যক্তির বহু কথাই স্পষ্টভাবে বোঝা গেছে। ‘পানি খাবো’, ‘আপনি কেমন আছেন?’- এ ধরনের কথা খুব সহজেই ব্যক্ত করতে পেরেছেন তিনি।

আগামী দিনে আরও সহজে এবং আরও জটিল কথাও এই যন্ত্রের মাধ্যমে বোঝা যাবে বলে আশা করছেন গবেষকরা।

আরও পড়ুন