Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫


কুষ্টিয়ায় আরও ১১ জনের মৃত্যূ

Main Image

কুষ্টিয়ায় আরও ১১ জনের মৃত্যু


কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিন জন।

একই সময়ে ৮৯৪টি নমুনা পরীক্ষায় ২৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৫৪ শতাংশ।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয়।

করোনা বিশেষায়ীত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) আবদুল মোমেন এ তথ্য জানান।

তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ৩০১ জন। গতকাল ছিলেন ২৭২ জন।

আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৫৬৫ জন।

বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলাতে মোট আক্রান্ত আছেন তিন হাজার ৬৪৪ জন। আগের দিন ছিলেন তিন হাজার ৮৩৭ জন।

আরও পড়ুন