Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


শিথিলতা নিয়ে সরকারের নতুন নির্দেশনা

Main Image

সর্বাবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে করোনার সংক্রমণ প্রতিরোধে জারি করা কঠোর বিধিনিষেধ আগামী ২৩ জুলাই পর্যন্ত শিথিল করেছে সরকার। এ সময়ে গণপরিবহন, শপিং মল, দোকানপাট চালুসহ সব ধরনের কার্যক্রম চলবে বলা হয়েছে। তবে আজ বুধবার নতুন নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠির মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত আগের আরোপিত বিধিনিষেধ শিথিল করা থাকলেও করোনার বিস্তার রোধে এ সময়ে সর্বাবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

বিধিনিষেধ শিথিলের সময়ে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্রে গমন, জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান (বিবাহোত্তর অনুষ্ঠান ওয়ালিমা), জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি এবং রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিহার করতে হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবারদুপুরে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, দেশের আর্থ সামাজিক অবস্থা বিবেচনা করে অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং ঈদুল আজহা পালনের সুবিধার্থে আগামী ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) ভোর ৬টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার। অর্থাৎ করোনা সংক্রমণ ঠেকাতে এতদিন যে বিধিনিষেধ ছিল তা এ ৮ দিন আর থাকবে না।

তবে ঈদুল আজহার পর আগামী ২৩ জুলাই ভোর ৬টা থেকে ৫ আগস্ট (বৃহস্পতিবার) রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে। ওই ১৪ দিন পোশাক কারখানাসহ সব কলকারখানাও বন্ধ থাকবে।

আরও পড়ুন