Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


হটলাইনে ফোন করলেই বিনা মূল্যে মিলবে অক্সিজেন

Main Image

ফোনকলেই সংকটাপন্ন করোনা রোগীর বাসায় অক্সিজেন পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবী


একটি ফোনকলেই সংকটাপন্ন করোনা রোগীর বাসায় অক্সিজেন পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবী। দুর্যোগকালে এই বিশেষ সেবা নিতে গুনতে হবে না কোনো খরচ। কেবল মানবিক সহায়তার অংশ হিসেবে কোভিড অক্সিজেন থেকে পৌঁছে দিচ্ছেন তারা।

গত ৭ জুলাই থেকে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মানবিক এ কার্যক্রম শুরু হয়। অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি করোনা মহামারির শুরু থেকেই বিপর্যস্ত মানুষের ত্রাণ ও খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছেন।

এ স্বেচ্ছাসেবীদের নেতৃত্ব দিচ্ছেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান মহানগরের যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম দীপ। দিন হোক কিংবা রাত–হটলাইনে ফোন পেলেই মোটরসাইকেল যোগে সিলিন্ডার নিয়ে স্বেচ্ছাসেবীরা পৌঁছে যাচ্ছেন রোগীর বাড়িতে।

তৌহিদুল ইসলাম দীপ ডক্টর টিভিকে বলেন, করোনা সংক্রমণের বর্তমান প্রেক্ষাপটে আক্রান্ত রোগীদের জন্য জরুরিভিত্তিক অক্সিজেন সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। গাজীপুর মহানগর যুবলীগের নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে ‘ফ্রি অক্সিজেন সেবা’ কার্যক্রম চালু করেছি।

নগরীর ৫৭টি ওয়ার্ডের যে কোনো এলাকার বাসিন্দারা যে কোনো সময়ে হটলাইনে (০১৭১৩৬০৪৯০৪) নাম্বারে কল দিলেই পাওয়া যাবে এ সেবা।

আরও পড়ুন