Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


চলমান কঠোর বিধিনিষেধ বাড়লো ১৪ জুলাই পর্যন্ত: প্রজ্ঞাপন

Main Image

বিধিনিষেধ বাস্তবায়নে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বিধিনিষেধ লঙ্ঘন করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করাসহ শাস্তি দেওয়া হচ্ছে।


করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিস্তার রোধে চলমান কঠোর বিধিনিষেধ আরও সাত দিন বাড়িয়েছে সরকার।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ বর্ধিত করা হলো।

গত ১ জুলাই থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বিধিনিষেধ লঙ্ঘন করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করাসহ শাস্তি দেওয়া হচ্ছে।

এই বিধিনিষেধে জরুরি সেবার বাইরে সরকারি-বেসরকারি অফিস, মার্কেট, দোকানপাট ও শপিংমল বন্ধ রয়েছে। জরুরি ও পণ্য পরিবহন ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। নির্দিষ্ট সময়ের মধ্যে নিত্যপ্রয়োজনী কেনাকাটা সারতে হচ্ছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয় বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এ বছর মার্চে শুরু হয় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র এবং প্রাণঘাতী। গত কয়েক দিনে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুতে রেকর্ড হয়েছে।

সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার প্রথমে গত ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দেওয়া হয়। দফায় দফায় এই বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

আরও পড়ুন