Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ইন্দোনেশিয়ায় অক্সিজেন সংকটে ৬৩ জনের মৃত্যু

Main Image

ইন্দোনেশিয়ায় অক্সিজেন সংকটে ৬৩ জনের মৃত্যু


অক্সিজেন সংকটে ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে ৬৩ জন করোনা রোগী মারা যাওয়ার অভিযোগ উঠেছে।

রোববার ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা।

জানা গেছে, অক্সিজেন সংকট কাটানোর জন্য হাসপাতালের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন। তবে তারা ৬৩ জন রোগীর জীবন বাঁচাতে ব্যর্থ হন।

হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত এক বিবৃতিতে বলেন, হাসপাতালে ইয়গ্যাকারতা আঞ্চলিক পুলিশের দেওয়া ১০০ সিলিন্ডারসহ আরও কিছু অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা চলছিল। তবে শেষ পর্যন্ত দেরি হয়ে যায়।

সাম্প্রতি ইয়গ্যাকারতা শহরসহ ইন্দোনেশিয়াজুড়েই করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এ কারণে হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে আইসিইউ এবং কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ায় সোমবার সকাল পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৬০ হাজার ৫৮২ জন।

আরও পড়ুন