Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


গলি-মহল্লায় ভিড়, অভিযান চালাবে র‌্যাব

Main Image

মূল সড়ক ফাঁকা থাকলেও অলিগলিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের ভিড় দেখা গেছে


করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে আজ শনিবার রাজধানীতে মানুষের চলাচল আগের দুদিনের তুলনায় বেড়েছে। মূল সড়ক ফাঁকা থাকলেও অলিগলিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের ভিড় দেখা গেছে।

এমন প্রেক্ষাপটে কঠোর বিধিনিষেধ মানাতে পাড়া-মহল্লা ও অলিগলিতে অভিযান পরিচালনার কথা জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কামান্ডার খন্দকার আল মঈন।

আজ দুপুর ১২টায় রাজধানীর রাসেল স্কয়ারে বিধিনিষেধে র‍্যাবের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।

খন্দকার আল মঈন বলেন, ‘কঠোর বিধিনিষেধের মধ্যেও যারা বাইরে বের হচ্ছেন, তাদের অনেকেই সঠিকভাবে মাস্ক পরিধান করছেন না। তাদের সচেতনতার পাশাপাশি তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমমূলক ব্যবস্থা নিচ্ছি।’

তিনি বলেন, ‘পাড়া-মহল্লায় টহলের সময় দেখেছি, অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। বিভিন্ন স্টলে-দোকানে গণজমায়েত দেখা গেছে। তাই সবার প্রতি অনুরোধ পরিবারের কথা বিবেচনা করে হলেও এ ক’টা দিন করোনার ঝুঁকিপূর্ণ সময়টাতে ঘরে থাকুন। অন্যথায় আমরা মোবাইর কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেব।’

এক প্রশ্নের জবাবে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, ‘আমি নিজে পাড়া-মহল্লায় গিয়ে স্বাস্থ্যবিধি না মানার চিত্র দেখেছি। আজ থেকেই পাড়া-মহল্লায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। নাগরিকদের অনুরোধ করব, পাড়া-মহল্লায় আপনারা জমায়েত করবেন না।’

আরও পড়ুন