Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


ভারতে আসছে সুচ ছাড়া করোনা টিকা

Main Image

সুচ ছাড়া এই টিকা শিশুদের জন্য বেশি কার্যকর বলে দাবি করা হচ্ছে


সুচ ছাড়া তিন ডোজের করোনাভাইরাসের টিকার অনুমোদন চেয়েছে ভারতের জাইডাস ক্যাডিলা নামে টিকা উৎপাদনকারি একটি প্রতিষ্ঠান।

এ পর্যন্ত যেসব টিকা অনুমোদন পেয়েছে সেগুলো ডোজের অথবা এক ডোজের। তবে জাইডাস ক্যাডিলার এ টিকাটি তিন ডোজের। টিকাটি শিশুদের জন্য খুবই সুরক্ষিত বলেও দাবি করেছে জাইডাস।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এখন পর্যন্ত বছরে ১২ কোটি টিকা তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে জাইডাস ক্যাডিলা। ভারত এখন পর্যন্ত মোট চারটি টিকা অনুমোদ দিয়েছে। এই টিকার অনুমোদন পেলে টিকা দেওয়ার গতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ অভিজ্ঞতা থেকে ভারতে তৃতীয় ঢেউ মোকাবিলায় বা ডিসেম্বরের মধ্যে দেশে সকল প্রাপ্তবয়স্ককে টিকার আওতায় আনতে চায়।

আরও পড়ুন