Advertisement
Doctor TV

সোমবার, ১২ মে, ২০২৫


জুলাই মাসে দরিদ্রদের বিনামূল্যে করোনা পরীক্ষার নির্দেশ

Main Image

পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনা পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে।


করোনা সংক্রমণ রোধে জুলাই মাসে দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে করোনা পরীক্ষা করাতে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনা পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে।

নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ প্রতিরোধ ও মোকাবিলায় দেশের দরিদ্র জনগণের কোভিড-১৯ পরীক্ষা শুধু জুলাই মাসে বিনামূল্যে করার বিষয়ে সংশ্লিষ্ট সকল সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হলো।

আরও পড়ুন