Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ছড়িয়েছে ১০০ দেশে, ডেল্টা ধরনে আরও প্রকট হবে সংক্রমণ

Main Image

ডেল্টাই এখন পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন। যে সব জায়গায় টিকাদানের হার কম, সেখানে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাসের ডেল্টা ধরন।


করোনাভাইরাসের (কোভিড-১৯) ভারতীয় ডেল্টা ধরন (ভ্যারিয়েন্ট) প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়েছে। আগামী দিনে বিশ্বজুড়ে এই ধরনে সংক্রমণ আরও প্রকট হতে পারে।

উদ্বেগ জানিয়ে জুনের মহামারী সংক্রান্ত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

প্রতিবেদনে বলা হয়, খাতা-কলমে এখন পর্যন্ত বিশ্বের ৯৬ দেশে ডেল্টা ধরনের অস্তিত্ব মিললেও প্রকৃত সংখ্যা শতাধিক। ভাইরাসের ধরন চিহ্নিতকরণের জন্য যে পরিকাঠামোর প্রয়োজন, তা বহু দেশেই নেই। ফলে আসল সংখ্যা সামনে আসছে না।

এতে বলা হয়, সম্প্রতি বেশ কিছু দেশে দৈনিক সংক্রমণ বেড়েছে। গুরুতর অসুস্থ হয়ে কোভিড আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে আসছে। ডেল্টা ধরনের কারণেই এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

ডেল্টা ধরনের সংক্রমণ রুখতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বিধি বজায় রাখার পরামর্শ দিয়েছেন ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস।

সম্প্রতি তিনি বলেছেন, ডেল্টাই এখন পর্যন্ত করোনাভাইরাসের সবচেয়ে সংক্রামক ধরন। যে সব জায়গায় টিকাদানের হার কম, সেখানে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাসের ডেল্টা ধরন।

আরও পড়ুন