মডার্নার ২৫ লাখ ডোজ করোনার টিকা আসবে বাংলাদেশে, ফাইল ছবি
বাংলাদেশে করোনা টিকার চাহিদা মেটাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যস্থতায় আমেরিকান ওষুধ কোম্পানি মডার্নার সাথে যোগাযোগ করে সরকার।
এরই ধারাবাহিকতায় আগামী দু’দিন মডার্নার ২৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিন আসবে বাংলাদেশে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি ডক্টর টিভিকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে পাঠানো মডার্নার ১২ লাখ কোভিড-১৯ ভ্যাকসিন আসবে। আর শনিবার (৩ জুলাই) সকালে একই স্থানে আসবে বাকি ১৩ লাখ ডোজ ভ্যাকসিন।
‘মডার্নার ভ্যাকসিন গ্রহন করতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আগামীকাল শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন। ’
আরও পড়ুন