Advertisement
Doctor TV

শুক্রবার, ২ মে, ২০২৫


জরুরি ব্যবহারে মডার্নার টিকা অনুমোদন

Main Image

জরুরি অনুমোদন পেল মডার্নার টিকা


দেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কারিগরি কমিটির পরীক্ষা-নিরীক্ষা শেষে এ অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি কমিটি কর্তৃক প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

ওষুধ প্রশাসনের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনার আটটি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

মডার্নার ২৫ লাখ ডোজ টিকা জুলাইয়ের শুরুর দিকেই দেশে আসবে বলে গতকাল একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অন্যদিকে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে গতকাল বার্তা সংস্থা এএফপি জানায়, করোনা প্রতিরোধে বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা চলতি সপ্তাহে পাঠানো শুরু করছে যুক্তরাষ্ট্র।

গত শনিবার কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে উপহার হিসেবে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে টুইট করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

তিনি টুইটে লেখেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশ খুব শিগগির গ্যাভির (করোনার টিকার বৈশ্বিক জোট) মাধ্যমে মার্কিন জনগণের কাছ থেকে ২৫ লাখ ডোজ মডার্নার কোভিড-১৯ টিকা উপহার পাবে।’

আরও পড়ুন