Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বিধান চন্দ্র

Main Image

একটি অনুষ্ঠানে ফিতা কাটছেন ডা. বিধান চন্দ্র সেনগুপ্ত।


কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে (চলতি দায়িত্ব) ডা. বিধান চন্দ্র সেনগুপ্তকে পদায়ন করা হয়েছে।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ওএসডি/অতিরিক্ত) ডা. বিধান চন্দ্র সেনগুপ্তকে নোয়াখালী মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেইনিং স্কুলের (ম্যাটস) প্রিন্সিপাল হিসেবে সংযুক্তি দেওয়া হয়েছিল।

এছাড়া কিশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সুপারিইনটেনডেন্ট ডা. মো. হেলাল উদ্দিনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (নিয়মিত) হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন