Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


চুয়াডাঙ্গায় নমুনার ৯২ শতাংশ করোনা শনাক্ত

Main Image

চুয়াডাঙ্গায় ৯২ শতাংশ করেনা শনাক্ত


চুয়াডাঙ্গায় করোনাভাইরাস সন্দেহে নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯২ দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এসময় ৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুন) সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে রোগীর সংখ্যা ৬৮৭ জন। এর মধ্যে হোম আইসোলেশন আছেন ৬৩০ জন। হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন এবং রেফার আছে চারজন।

এছাড়া, নতুন শনাক্ত ৬৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ২২ জন, দামুড়হুদায় ১০ জন, আলমডাঙ্গায় ১০ জন এবং জীবননগরে ২২ জন।

এখন পর্যন্ত চুয়াডাঙ্গায় আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ২ হাজার ২০ জন এবং মারা গেছেন ৮৯ জন।

সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বুধবার সকাল ৬ টা থেকে জীবননগর উপজেলায় কঠোর লকডাউন শুরু হয়েছে। এর আগে রোববার (২০ জুন) সকাল ৬টা থেকে চুয়াডাঙ্গা পৌরসভাসহ সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নে সাত দিনের জন্য কঠোর লকডাউন শুরু হয়েছে। ১৫ জুন লকডাউন করা হয় জেলার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা।

আরও পড়ুন