Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


প্রথম মা হয়ে একসাথে হারালেন ৫ সন্তান

Main Image

পাঁচ সন্তানকে হারানো মায়ের শারীরিক অবস্থা ভালো আছে বলে চিকিৎসক জানিয়েছেন


প্রথম মাতৃত্ব নিয়ে নানা স্বপ্ন বুনেন যেকোনো নারী। পরিকল্পনা থাকে অনাগত সন্তানের আগমন নিরাপদ করার। তেমনি মোছা. বৃষ্টি আক্তারও (২১) নানা স্বপ্ন দেখছিলেন।

সন্তান ভূমিষ্ট হওয়ার পর আনন্দে আত্মহারা হন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা বিষাদে রূপ নেয়। একটি নয়, বৃষ্টি আক্তারের পাঁচটি সন্তান জন্ম নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে মারা যান।

গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে অস্ত্রোপচার ছাড়াই গাজীপুরের শ্রীপুরে একটি বেসরকারি হাসপাতালে পাঁচ সন্তানের জন্ম দেন বৃষ্টি আক্তার। তবে পাঁচ সন্তানের কেউই বাঁচেনি।

জেলার কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বৃষ্টি আক্তার গতকাল দুপুরে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার মাদারস কেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে গতকাল সন্ধ্যায় তার সন্তানদের জন্ম।

ওই হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, ২০ সপ্তাহ বয়সী অপরিণত বাচ্চাগুলো কোনো অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিকভাবে জন্মায়। তিনটি বাচ্চা মৃত অবস্থায় ছিল। অপর দুটি বাচ্চা জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায়। প্রথমবার অন্তঃসত্ত্বা ছিলেন বৃষ্টি আক্তার। একসাথে পাঁচ সন্তানকে হারানো মায়ের শারীরিক অবস্থা ভালো আছে।

আরও পড়ুন