Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


দায়িত্ব পালনরত অবস্থায় ছাদের পলেস্তারা ধসে আহত হলেন ডা. সুতপা

Main Image

হাসপাতালের ছাদের পলেস্তারা ধসে আহত ডা. সুতপা সাহা


হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখছিলেন গাইনি বিভাগের চিকিৎসক ডা. সুতপা সাহা। এ সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে তার মাথায় পড়ে।  এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লেগে ফেটে যায়। দুর্ঘটনার পরই তাকে হাসপাতালে ভর্তি করে মাথায় সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

সোমবার (২১ জুন) দুপুরে ঘটনাটি ঘটে নড়াইল সদর হাসপাতালের  নিচতলায় ১১০ নম্বর কক্ষে।

আহত চিকিৎসক সুতপা সাহা জানান, ছাদের অনেক পলেস্তারা খসে তার টেবিলে পড়তে থাকে। এ সময় কিছু পলেস্তারা তার মাথায় পড়ার কারণেই মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মাটিতে পড়ে যান। তবে কক্ষে থাকা রোগীদের কেউ  আহত হননি।

হাসপাতাল আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এ এফ এম মশিউর রহমান জানান, সুতপার মাথায় চারটি সেলাই দেওয়া হয়। তার অবস্থা স্থিতিশীল। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতালটির ভবন পুরোনো হওয়ায় মাঝেমধ্যেই এমন পলেস্তারা খসে পড়ে। তার মধ্যেই চিকিৎসকদের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিতে হচ্ছে।  বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে বহুবার। কিন্তু এখনও কোনো প্রতিকার মেলেনি বলেও জানান তিনি।

নড়াইল সদর হাসপাতালটির বর্তমান ভবনটি ১৯৮৫ সালে নির্মিত হয়।

আরও পড়ুন