Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


করোনায় চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, জুনেই আক্রান্ত ১০১

Main Image

শুধু চলতি জুনের ২০ দিনে আক্রান্ত ১০১ জন


বর্ষায় রাজধানীসহ বড় বড় শহরে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। জমে থাকা পানিতে বংশবৃদ্ধি করছে এডিস মশা। বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে মোট ১৯৮ জন আক্রান্ত হয়েছে। তবে আশঙ্কার কথা হচ্ছে, শুধু চলতি জুনের ২০ দিনে আক্রান্ত ১০১ জন।

গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ বছরে ডেঙ্গুতে একজনও মারা যায়নি। এজন্য করোনা মোকাবিলার পাশাপাশি ডেঙ্গু মোকাবিলার জন্যও প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রবিবার (২০ জুন) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি জানান, গত ১ থেকে ১২ জুন পর্যন্ত ঢাকা শহরের ১ হাজার ১২টি বাড়িতে জরিপ চালানো হয়। এর মধ্যে ২০৭টি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

‘তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন’— স্লোগানকে মনে রাখার আহ্বান জানিয়ে ডা. নাজমুল ইসলাম বলেন, ‘আসন্ন ঈদুল আজহায় বাড়ি যাবার সময় সবাইকে বাসার ফুলের টবের পানিসহ জমানো পানি ফেলে দিতে হবে। সেই সাথে কমোডের ঢাকনাও বন্ধ রেখে যেতে হবে।’

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ ও ঢাকা সিটি করপোরেশনের প্রিভিলেজ টিম বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এডিস মশার লার্ভার উপস্থিতি পেয়ে মোট ৮ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করেছে। ডেঙ্গু রোগীর সংখ্যা বর্তমান হারে বাড়লে অবস্থার অবনতি হবে বলে আশঙ্কা করেন স্বাস্থ্য অধিদপ্তরের এ মুখপাত্র।

আরও পড়ুন