Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


জুলাই থেকে গণটিকা প্রয়োগ শুরু

Main Image

করোনার টিকা


করোনা প্রতিরোধের টিকা কিনতে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেছেন, ‘আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করছি, জুলাই থেকে বড় পরিসরে সাধারণ মানুষের জন্য গণটিকা প্রয়োগ শুরু করতে পারব।’

আজ বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আহমদ কায়কাউস।

তিনি বলেন, ‘টিকার জন্য আমরা পৃথিবীর সব জায়গায় চেষ্টা করেছি। যেখান থেকে পেয়েছি, তুলনামূলক কম মূল্যেই পেয়েছি। আরও পেতে দিনরাত চেষ্টা করে যাচ্ছি। কেনার জন্য বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পাশাপাশি নিজেরা উৎপাদনের উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কারও দয়া চাই না, টাকা দিয়ে টিকা কিনে নিতে চাই। আশা করছি, জুলাইয়ের মধ্যে টিকার যোগান মিলবে। তখন সাধারণ পর্যায়ে টিকাদান শুরু করা সম্ভব হবে।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন, উপপরিচালক (উপ সচিব) জাহেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন