Advertisement
Doctor TV

রবিবার, ১১ মে, ২০২৫


দেশে অনুমোদন পেল জনসনের টিকা

Main Image

জনসনের এই টিকা ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেয়েছে।


দেশে জনসন অ্যান্ড জনসনের টিকা জানসেন’র জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ঔষধ প্রশাসন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক ডোজের এই টিকা অনুমোদনের বিষয়টি জানায় ঔষধ প্রশাসন।

এ নিয়ে বাংলাদেশে ছয়টি টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে সেরাম উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক, রাশিয়ার স্পুৎনিক-ভি আর যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছিল।

জনসনের এই টিকা ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) অনুমোদন পেয়েছে।

এই টিকা ১৮ বছর এবং তদুর্ধ্ব বয়সীদের প্রয়োগ করা যাবে। বাংলাদেশে সরকারের ডিপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী নির্ধারিত বয়সীদের প্রদান করা হবে বলে ওষুধ প্রশাসন জানিয়েছে।

জনসনের এই টিকা এক ডোজের। এটি ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা যায়।

আরও পড়ুন