Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


নিজেদের তৈরি টিকা ব্যবহারে অনুমোদন ইরানের

Main Image

ইরানের ফার্মাসিউটিক্যাল কোম্পানি শিফাফার্মড এ টিকা উদ্ভাবন করেছে


নিজেদের উদ্ভাবিত করোনা প্রতিরোধী প্রথম টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টিভি বলেছে, যথেষ্ট পরিমাণ টিকা আমদানি করতে ব্যর্থ হওয়ার পর ‘কোভইরান’ নামের টিকাটি অনুমোদন দেওয়া হয়েছে। খবর এপি'র।

করোনা মহামারিতে মারাত্মকভাবে আক্রান্ত হলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় টিকা আমদানিতে বাধার মুখে পড়ে ইরান। নিষেধাজ্ঞা এড়িয়ে সামান্য পরিমাণ টিকা আমদানিতে সক্ষম হয়েছে দেশটি। এছাড়া টিকা সংগ্রহের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমেও টিকা সংগ্রহের চেষ্টা চালাচ্ছে তেহরান।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সরকারের এসব উদ্যোগের পাশাপাশি তারা চীনের উদ্ভাবিত একটি টিকা আমদানির পরিকল্পনা করছে।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী সায়িদ নামাকি বলেন, ইরানি টিকা কোভইরান ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। দেশটির ফার্মাসিউটিক্যাল কোম্পানি শিফাফার্মড এ টিকা উদ্ভাবন করেছে। টিকাটির নিরাপত্তা ও কার্যকারিতার পরীক্ষা শুরু হয় গত ডিসেম্বরে।

কিউবার সাথে মিলে আরও একটি টিকা প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছে ইরান। স্বাস্থ্যমন্ত্রী নামাকি জানান, নতুন টিকাটি আগামী সপ্তাহে টিকাদান কর্মসূচিতে যুক্ত হতে পারে।

আরও পড়ুন