Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫


বেসরকারি চিকিৎসকদের সংগঠন বিএনজিডিএ’র ১৫ সদস্যের কমিটি অনুমোদন

Main Image

বেসরকারি চিকিৎসকদের সমস্যা চিহ্নিতকরণ ও তার প্রতিকারের লক্ষ্য গত বছরে জুন মাসে ‘একত্রে থাকুন, পরিবর্তন আসবেই’ স্লোগান নিয়ে বিএনজিডিএ গঠন করা হয়।


বেসরকারি চিকিৎসকদের নবগঠিত সংগঠন ‘বাংলাদেশ নন-গভ. ডক্টরস অ্যাসোসিয়েশন-বিএনজিডিএ’র কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

আগামী তিন বছরের জন্য ১৫ সদস্যের এ কমিটি অনুমোদনের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিএনজিডিএ’র সভাপতি হয়েছেন ডা. খালেদ শওকত আলী। সহ সভাপতি- ডা. শাহেদ হায়দার চৌধুরী। আর সাধারণ সম্পাদক করা হয়েছে ডা. মো. ওবায়দুর রহমানকে।

যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন ডা. কাওসার আহমেদ ও ডা. অংকুর দত্ত। সাংগঠনিক সম্পাদক ডা. ফারহান সাদিক খান। অর্থ সম্পাদক করা হয়েছে ডা. দেবদাস পালকে।

দপ্তর সম্পাদক পদে ডা. সজীব নজরুল হৃদয়, যুগ্ম-দপ্তর সম্পাদক পদে ডা. মো. কাজী সিফাত আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ডা. মুশতাক রহমানকে অনুমোদন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. আকাশ মাহমুদ সোহেল। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন। ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. নাহিদ আনোয়ার খান।

এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. পারসা রহমান আর যুগ্ম-মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. সুমাইয়া সামাদ দীপা।

বেসরকারি চিকিৎসকদের সমস্যা চিহ্নিতকরণ ও তার প্রতিকারের লক্ষ্য গত বছরে জুন মাসে ‘একত্রে থাকুন, পরিবর্তন আসবেই’ স্লোগান নিয়ে বিএনজিডিএ গঠন করা হয়।

আরও পড়ুন