Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বাগেরহাটে শনাক্ত বেড়ে ৫০ শতাংশ

Main Image

২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ


বাগেরহাটে গত ঘণ্টায় ১১০ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

জেলার সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, জেলায় গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ। আগের দিনে এই হার ছিল ৩০ শতাংশ।   

বাগেরহাট জেলায় এ পর্যন্ত মোট ২ হাজার ১০৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৭ জনের একই সঙ্গে সুস্থ্য হয়েছেন এক হাজার ৫৪৯ জন।

জেলায় সবচেয়ে বেশি ঝুঁকিতে মোংলা উপজেলা। এই উপজেলায় গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৫ দশমিক ৯৬ শতাংশ।

হুমায়ুন কবির বলেন, “বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এর মধ্যে মোংলায় দৈনিক শনাক্তের হার ৪০ থেকে ৭০ শতাংশের মধ্যে ওঠানামা করছে। এটা উদ্বেগজনক।“

এছাড়া মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলাতেও ঝুঁকি বাড়ছে বলে জানান সিভিল সার্জন।

আরও পড়ুন