Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


ভারতে দুই মাসে সর্বনিম্ন করোনা শনাক্ত

Main Image

২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছে তিন হাজার ৩০৩ জন


ভারতে দুই মাসে সবচেয় কম করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৮০ হাজার ৮৩৪ জন। গত ২ এপ্রিলের পর এই প্রথম দৈনিক সংক্রমণ ৮০ হাজারের মধ্যে থাকলো।  এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৯৮৯।

এছাড়া গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৩০৩ জন। এই নিয়ে মোট মৃত্যের সখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ৩৮৪ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে।

বর্তমানে দেশেটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১০ লক্ষ ২৬ হাজার ১৫৯। গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৩২ হাজার ৬২ জন করোনা রোগী সুস্থও হয়ে উঠেছেন। 

আরও পড়ুন