Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


নাটোর হাসপাতালে ৩০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন প্রতিমন্ত্রী পলক

Main Image

নাটোর সদর হাসপাতালে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


নাটোর সদর হাসপাতালে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

গত বৃহস্পতিবার দুপুরে প্রতিমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে কেনা ৩০টি অক্সিজেন সিলিন্ডার নাটোর সদর হাসপাতালে পৌঁছায়। এসময় জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) তারেক যুবায়ের ও সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার অক্সিজেন সিলিন্ডারগুলো গ্রহণ করেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় জানান, সিলিন্ডারের মাধ্যমে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় ইতোপূর্বে ৬ দশমিক ৮ কিউবিক মিটারের ৩২টি সিলিন্ডার রয়েছে। এরসাথে আজ ৭ দশমিক ৫ কিউবিক মিটারের ২০টি সংযুক্ত হলো। এর মাধ্যমে কোভিড-১৯ চিকিৎসাধীন রোগীদের অবাধ অক্সিজেন সরবরাহ করা নিশ্চিত হবে।

এ ব্যাপারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, জেলায় করোনা সংক্রমণ পরিস্থিতির উর্ধ্বগতির প্রেক্ষাপটে গত ৭ জুন রাতে করোনাভাইরাস সংক্রান্ত জেলা কমিটির জরুরি ভার্চুয়াল সভায় জেলার সদর হাসপাতালসহ অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার্থে বিত্তবানদের অক্সিজেন সিলিন্ডার প্রদানের জন্যে অনুরোধ জানানো হয়। সভার সিদ্ধান্তের আলোকে ৩০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হলো। প্রয়োজনে আরও সিলিন্ডার প্রদান করা হবে।

আরও পড়ুন