Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বিএসএমএমইউয়ে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন ৪৫ হাজার মানুষ

Main Image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে আজ (১২ জুন) আরও ২০০ জন কোভিড ১৯-এর দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছেন।

এ পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪৫ হাজার ৬৬৪ জন। এর আগে গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫৬৪ জন।

বিএসএমএমইউয়ের গণসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার ডক্টর টিভিকে এসব তথ্য জানান।

এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে আজ শনিবার পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ৭৯৬ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে।

সবশেষ প্রাপ্ত তথ্যে, বেতার ভবনের ফিভার ক্লিনিকে আজ শনিবার পর্যন্ত ৯৯ হাজার ৮ শত ৭৮জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

এদিকে করোনা ইউনিটে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৯ হাজার ১ শত ৮৩ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৫ হাজার ৮৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ৩ শত ৯ জন। বর্তমানে আইসিইউতে ৮ জন সহ মোট ভর্তি আছেন ৭৬ জন রোগী। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪ জন।

আরও পড়ুন