Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


কেনা হচ্ছে আরও ৪০টি অক্সিজেন জেনারেটর: স্বাস্থ্য ডিজি

Main Image

ভারতীয় (ডেল্টা) ভ্যারিয়েন্টের মাধ্যমে দেশে করোনার তৃতীয় ঢেউ আসলে, এই জেনারেটরের মাধ্যমে কিছুটা হলেও সামাল দেওয়া যাবে বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।


দেশে তরল অক্সিজেনের স্বল্পতা নেই জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে আরও ৪০টি অক্সিজেন জেনারেটর কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার দুপুরে কুমিল্লায় স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্য ডিজি বলেন, বর্তমানে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ১ হাজার ৫০০ টন তরল অক্সিজেন মজুদ আছে। তাই এ নিয়ে চিন্তার কিছু নেই।

তিনি বলেন, তিনটি অক্সিজেন জেনারেটর আগামী মাসে দেশে আসছে। এছাড়াও সরকার আরও ৪০টি অক্সিজেন জেনারেটর কেনার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় (ডেল্টা) ভ্যারিয়েন্টের মাধ্যমে দেশে করোনার তৃতীয় ঢেউ আসলে, এই জেনারেটরের মাধ্যমে কিছুটা হলেও সামাল দেওয়া যাবে বলে মনে করেন অধ্যাপক খুরশীদ আলম।

তিনি এমন সময় করোনার তৃতীয় ঢেউ সামলানোর প্রস্তুতির কথা বলছেন, যখন করোনার দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে সোমবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর যা ৩৮ দিনের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে মারা গেছেন আরও ৩০ করোনা রোগী।

আরও পড়ুন