Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ঢাকায় চালু হচ্ছে মহিলাদের কমিউনিটি নার্সিং ডিগ্রি কলেজ

Main Image

ঢাকায় চালু হচ্ছে মহিলাদের কমিউনিটি নার্সিং ডিগ্রি কলেজ


নারী অগ্রযাত্রায় আরেকধাপ এগিয়েছে বাংলাদেশ। আগামী ২০২১-২০২২ অর্থবছরে ঢাকায় চালু হচ্ছে মহিলাদের কমিউনিটি নার্সিং ডিগ্রি কলেজ। এছাড়া তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প গ্রহণ করা হয়েছে।

৩ জুন (বৃহস্পতিবার) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পেশকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আগামী অর্থবছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ৪ হাজার ১৯১ কোটি টাকা। যা ২০২০-২০২১ অর্থবছরে বরাদ্দ ছিল ৩ হাজার ৮৬০ কোটি টাকা।

সংসদে অর্থমন্ত্রী বলেন, দরিদ্র-অসহায় ও স্বল্প শিক্ষিত নারীদের আয়বর্ধক ও আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করার পরিকল্পনা নেয়া হয়েছ।

সামগ্রিক আর্থ সামাজিক উন্নয়নসহ কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা বিধান নিশ্চিত করার মাধ্যমে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা হবে জানান মন্ত্রী।

শহর ও গ্রামীন জনপদের বসবাসরত দরিদ্র গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও গর্ভস্থ সন্তানের পুষ্টি চাহিদা পূরণে তাদেরকে আর্থিক সহযোগীতার কথা বলেন আ হ ম মুস্তফা কামাল। তিনি আরো বলেন, মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য চলমান থাকবে ক্ষুদ্রঋণ কার্যক্রম।

আরও পড়ুন