Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


প্রণোদনার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের জন্য ঝুঁকি ভাতা থাকছে বাজেটে

Main Image

সম্মানী ভাতার পাশাপাশি দেওয়া হতে পারে ঝুঁকি ভাতা। সেই সঙ্গে আসতে পারে প্রণোদনার ঘোষণা।


স্বাস্থ্যকর্মীদের জন্য সুখবর আসছে আগামী বাজেটে। নিয়োগ, প্রণোদনার পাশাপাশি তাদের জন্য থাকতে পারে ঝুঁকি ভাতা।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বাজেট বক্তৃতা দেবেন।

এতে স্বাস্থ্য খাতের অন্যান্য বরাদ্দের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের ঝুঁকি ভাতার বিষয়টিও থাকবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

করোনা মোকাবেলায় নতুন দুই হাজার চিকিৎসক, ছয় হাজার নার্স ও ৭৩২ জন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এজন্য আগামী অর্থবছরের বাজেটে ৫০০ কোটি টাকা রাখা হচ্ছে।

এদিকে করোনাকালে এখন পর্যন্ত ১৪০ জনের বেশি চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। চলতি বাজেটে চিকিৎসকদের সম্মানী ভাতার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। করোনা চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত এবং মৃত্যুবরণকারী চিকিৎসকদের এককালীন সম্মানী ভাতাও দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী বাজেটে এ ভাতার পাশাপাশি দেওয়া হতে পারে ঝুঁকি ভাতা। সেই সঙ্গে আসতে পারে প্রণোদনার ঘোষণা। প্রণোদনা এবং এসব ভাতার জন্য আগামী বাজেটে বরাদ্দ থাকছে ৮৫০ কোটি টাকা।

আরও পড়ুন