Ad
Advertisement
Doctor TV

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫


ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত প্রায় ১২ হাজার

Main Image

ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্কের মধ্যেই ইয়েলো এবং হোয়াইট ফাঙ্গাসের বিষয়টিও উঠে আসছে।


ভারতে এখন পর্যন্ত প্রাণঘাতী মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত প্রায় ১২ হাজার রোগী শনাক্ত করা হয়েছে।

বুধবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ দেবগৌড়া টুইট করে এ তথ্য জানিয়েছেন।

তিনি লিখেন, ব্ল্যাক ফাঙ্গাসে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৭১৭ জন। আক্রান্তদের বেশির ভাগই গুজরাট, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ- এই তিন রাজ্যের।

গুজরাটে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৯ জন। মহারাষ্ট্রে ২ হাজার ৭৭০ জন আর অন্ধ্রপ্রদেশে ৭৬৮ জন ব্ল্যাক ফাঙ্গাসের রোগী পাওয়া গেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবার জানিয়েছেন, রাজধানীতে ৬২০ জন আক্রান্ত হয়েছেন ব্ল্যাক ফাঙ্গাসে। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্যে বলা হয়েছে, দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১১৯ জন।

আনন্দবাজার জানায়, ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্কের মধ্যেই ইয়েলো এবং হোয়াইট ফাঙ্গাসের বিষয়টিও উঠে আসছে।

এআআইএমএস প্রধান রণদীপ গুলেরিয়া বলেছেন, কোভিড রোগীদের মধ্যে ছত্রাক সংক্রমণের বিষয়টিকে নানা নামে তুলে ধরা হচ্ছে যা একটা বিভ্রান্তির সৃষ্টি করছে। ছত্রাকগুলোর রঙ এবং সংক্রমিত জায়গাগুলোর ওপর ভিত্তি করে দেওয়া এই নাম বিভ্রান্তি ছড়াচ্ছে।

আরও পড়ুন