Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


‘ব্ল্যাক ফাঙ্গাস’কে মহামারী ঘোষণা করলো ভারত

Main Image

এখন পর্যন্ত করোনা রোগীদের ‘ব্ল্যাক ফাঙ্গাসে’ আক্রান্ত হওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। করোনা রোগী ছাড়া অন্যরাও আক্রান্ত হচ্ছেন এই রোগে।


করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে এবার ‘ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিস’কে মহামারী হিসেবে ঘোষণা করলো দেশটির কেন্দ্রীয় সরকার।

একই রোগটিকে মহামারী ঘোষণার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় প্রত্যেক রাজ্যকে চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।

চিঠিতে মন্ত্রণালয়ের যুগ্ম-সম্পাদক লব আগরওয়াল লিখেছেন, ‘মিউকোরমাইকোসিসের শনাক্তকরণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সব সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোকে মেনে চলতে হবে।’

এখন পর্যন্ত করোনা রোগীদের ‘ব্ল্যাক ফাঙ্গাসে’ আক্রান্ত হওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। করোনা রোগী ছাড়া অন্যরাও আক্রান্ত হচ্ছেন এই রোগে।

‘ব্ল্যাক ফাঙ্গাস’ রোগে নাক বিবর্ণ হওয়া, দেখতে অসুবিধা হওয়া, বুকে ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিচ্ছে।

মহারাষ্ট্রে ইতিমধ্যেই দেড় হাজারের বেশি ব্ল্যাক ফাঙ্গাসের রোগী চিহ্নিত হয়েছেন। এদের মধ্যে ৯০ জনের মৃত্যুও হয়েছে এই রোগে। পশ্চিমবঙ্গেও পাঁচজনের শরীরে এই রোগের উপস্থিতির প্রমাণ মিলেছে।

রাজস্থান এবং তেলাঙ্গানা রাজ্য ইতোমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। এর পরই সব রাজ্যগুলোকে একই পথে হাঁটতে বললো ভারতের কেন্দ্রীয় সরকার।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে ২ কোটি ৫৮ লাখের মতো মানুষ সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৮৭ হাজারের বেশি। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ায় অনেকে অক্সিজেনের অভাবে মারা গেছেন।

আরও পড়ুন