Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় সিসিইউতে খালেদা জিয়া

Main Image


হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই প্রধানমন্ত্রীকে সিসিইউতে নেওয়া হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের এক সদস্য বলেন, ‘খালেদা জিয়ার শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যাওয়ায় আমরা তাকে সিসিইউতে নিয়ে এসেছি। এখন তার অবস্থা একটু ভালো মনে হচ্ছে।’

নিয়মিত চেকআপের অংশ হিসেবে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়।

এর আগে গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ এসেছিল। ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দিলে আবারও তার করোনা পজিটিভ আসে। অবশ্য তার বাসার কর্মীদের ইতোমধ্যে করোনা নেগেটিভ এসেছে।

খালেদা জিয়ার চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়ার করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তাকে নন-করোনা ইউনিটেই চিকিৎসা দেওয়া হচ্ছিল।

আরও পড়ুন