Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫


সাতবার প্লাজমা দিয়ে অনন্য নজির চিকিৎসকের

Main Image


করোনাভাইরাসের (কোভিড-১৯) চিকিৎসায় মুমূর্ষু রোগীদের প্লাজমা থেরাপি দেওয়া হয়ে থাকে। এতে উপকারও মিলছে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠাদের থেকে এই প্লাজমা দেওয়া হয়।

রক্তের গ্রুপ মিলিয়ে সচরাচর এই প্লাজমা পাওয়া যায় না। অনেকে আবার প্লাজমা দিতে অনিচ্ছুক। তবে সাতবার প্লাজমা দিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন এক চিকিৎসক।

আনন্দবাজার জানায়, ভারতের পশ্চিমবঙ্গের বালিগঞ্জ বিধানসভা আসনে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী চিকিৎসক ফুয়াদ হালি এনিয়ে সপ্তমবারের মতো প্লাজমা দান করলেন।

শুক্রবার তিনি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সপ্তমবারের জন্য রক্তের প্লাজমা দান করেন। পশ্চিমবঙ্গে এই প্রথম কেউ নিজের রক্তের প্লাজমা দিলেন সাতবার। এর আগের ছয়বারও তিনি প্লাজমা দান করেছিলেন মেডিকেল কলেজ হাসপাতালেই।

রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার প্রয়াত হাসিম আবদুল হালিমের ছেলে চিকিৎসক ফুয়াদ হালিম রাজনীতির পরিধি ছাড়িয়ে এই প্রথম করোনাযুদ্ধে নেমেছেন তা নয়। বিনামূল্যে ডায়ালাইসিস ও কিডনির জটিল অসুখের চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্যও তিনি পরিচিত।

আরও পড়ুন