Advertisement
Doctor TV

রবিবার, ২৭ জুলাই, ২০২৫


এবার চীন থেকে আসছে ৬০ লাখ ডোজ টিকা

Main Image


করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবার বাংলাদেশকে ৬০ লাখ ডোজ টিকা দেওয়ার প্রস্তাব করেছে চীনের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিনোফার্ম।ইতোমধ্যে বাংলাদেশ সরকারকে এ সংক্রান্ত একটি প্রস্তাবও দিয়েছে চীনা প্রতিষ্ঠানটি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, চীনের সিনোফার্ম ৬০ লাখ ডোজ টিকা আমাদের ডোনেট করার কথা বলেছে। আমরা কাগজপত্র তৈরি করছি। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত তাদের নিজেদের লোকজনদের টিকা দিতে চায়, আমরা অনুমোদন দিয়েছি।

কবে টিকার এই ডোজ দেশে আসতে পারে- এই প্রশ্নের স্বাস্থ্যের ডিজি বলেন, আমরা আমাদের দিক থেকে যা যা প্রয়োজন তাদেরকে জানিয়ে দিয়েছি।কখন, কীভাবে টিকা দেবে সে সব বিষয় তারা আমাদের জানাবে।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বলেন, চীনের সিনোফার্ম একটি বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে বাংলাদেশকে করোনার ৬০ লাখ ডোজ বিবিআইবিপি-কোরভি টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। আমরা এই বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছি। সমঝোতা চলছে।

গত বছরের ৩০ ডিসেম্বর সিনোফার্ম জানায়, তাদের টিকার কার্যকারিতা ৭৯.৪ শতাংশ। এরপরই টিকাটি ব্যবহারের অনুমোদন দেয় চীন সরকার।তৃতীয় ধাপের ট্রায়ালের অন্তর্বর্তীকালীন ফলের বরাত দিয়ে সিনোফার্ম জানায়, তাদের টিকাটির কার্যকারিতা ৮৬%।

আরও পড়ুন