Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


শ্যামলী কিডনি হাসপাতালে ৯০০তম কিডনি প্রতিস্থাপন

Main Image

ছবি : সংগৃহীত


রাজধানীর বিশেষায়িত সেন্টার ফর কিডনি ডিজিসেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) বা শ্যামলী কিডনি হাসপাতালে ৯০০তম কিডনি প্রতিস্থাপন সফলভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আল্লাহর রহমতে ৯০০তম কিডনি প্রতিস্থাপন সফল হয়েছে। এজন্য শিক্ষক, মা-বাবা, টিমের সদস্য, রোগী, শিক্ষার্থীসহ এ কাজে উৎসাহদানকারীর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক কামরুল ইসলাম।

কিডনি রোগীদের (রেনাল ফেইলর) আরও বেশি সেবা দেওয়ার জন্য আল্লাহর কাছে শক্তি ও সামর্থ কামনা করেন তিনি।

সংশ্লিষ্টরা জানান, ২০১৪ সাল থেকে কিডনি ও মুত্ররোগ বিষয়ে চিকিৎসাসেবা দিয়ে আসেছে শ্যামলী কিডনি হাসপাতাল। এখানে স্বল্প খরচে কিডনি প্রতিস্থাপনের সুযোগ রয়েছে। এ ছাড়া হাসপাতালটিতে কিডনি ও মুত্রনালী প্রদাহ সংক্রান্ত যে কোনো রোগের চিকিৎসা ও অস্ত্রপচার সহজে ও কম খরচে করা যায়। বিশেষ সুবিধা রয়েছে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন এমন রোগীদের চিকিৎসায়।

আরও পড়ুন