Advertisement
Doctor TV

বুধবার, ৭ মে, ২০২৫


কানাডায় করোনার মারাত্মক তৃতীয় ঢেউ: ট্রুডো

Main Image


কানাডায় করোনাভাইরাসের (কোভিড-১৯) মারাত্মক তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

স্থানীয় সময় মঙ্গলবার তিনি বলেন, ‘সারা বিশ্বের দেশগুলো এই মহামারীতে করোনাভাইরাসের অত্যন্ত মারাত্মক তৃতীয় ঢেউয়ের মুখে পড়েছে। ঠিক এই মুহূর্তে কানাডার অবস্থাও তাই।’

রয়টার্সের বরাত দিয়ে চিকিৎসাবিষয়ক ওয়েবসাইট মেডিস্কেপ বলেছে, কানাডায় হাসপাতালে রোগী ভর্তি হওয়া ব্যাপকহারে বেড়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউগুলো পরিপূর্ণ।

করোনার তৃতীয় ঢেউয়ে দেশটিতে কোভিড-১৯ এর বিভিন্ন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে বলে জানান ট্রুডো।

গত এক সপ্তাহ ধরে কানাডায় দৈনিক গড়ে ৫ হাজার ২০০ করোনা রোগী শনাক্ত হচ্ছে। মোট সংক্রমণের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২৩ হাজার মানুষ।

দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিওতে শনিবার থেকে সীমিত আকারে লকডাউন আরোপ করা হয়েছে। তবে কিছু স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। কুইবেক প্রদেশেও ব্যাপকহারে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত এক কোটি ডোজ টিকা সরবরাহ করেছে ফেডারেল সরকার। স্থানীয় স্বাস্থ্য সংস্থাগুলো টিকাদানের প্রক্রিয়া শুরু করেছে।

ট্রুডো বলেছেন, দেশটির তিন কোটি ৮০ লাখ মানুষের মধ্যে যারা টিকা নিতে চান, তারা সেপ্টেম্বরের মধ্যেই টিকা নিতে পারবেন।

আরও পড়ুন