Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


মেডিকেল ভর্তির ফল প্রকাশ আগামীকাল

Main Image


মেডিকেল ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামীকাল প্রকাশ হচ্ছে। মেডিকেল ভর্তি আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব আজ এই কথা জানিয়েছেন।

গতকাল শনিবার (৩ এপ্রিল) বিকেলে ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ‘স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট পুরোপুরি চালু না হওয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।’

তবে আগামীকাল দুপুরের মধ্যে ফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। এর আগে  গত শুক্রবার সকাল ১০টা থেকে সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) মেশিনের মাধ্যমে এই ফল তৈরি করা হয় । একাধিকবার যাচাই ও পুনঃযাচাই শেষে চূড়ান্ত ফল তৈরি করা হয়।

যদিও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন। ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন প্রার্থী । অনুপস্থিত ছিলেন ৬ হাজার ১৮ জন।

আরও পড়ুন