Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


করোনা মোকাবিলায় সফল তিন নেতার একজন শেখ হাসিনা

Main Image


করোনা মোকাবেলায় বিশ্বের সফল তিন নেতার একজন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমনওয়েলথভুক্ত ৫৪ দেশের সরকার প্রধানের মধ্যে সফলতার হার পর্যালোচনা করে এ তথ্য জানান, কমনওয়েলথ।

৪ মার্চ সংস্থাটির মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফলতার কথা তুলে ধরেন। লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘৪ মার্চ কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষে দেওয়া এক বিশেষ ঘোষণায় ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করে, করোনাভাইরাস প্রতিরোধে নিজ নিজ দেশে তাঁদের সফল নেতৃত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন। পেট্রেসিয়া ‘কমনওয়েলভুক্ত দেশগুলোর মধ্যে তিনজন অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করেন। তাঁরা হলেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডেন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধে তাঁরা নিজ নিজ দেশে অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।

আরও পড়ুন